নিজস্ব প্রতিবেদক
যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ প্রতিষ্ঠতায় আলী রেজা রাজুর অবদান ছিল অপরিসীম। ১৯৯৭ সালে যখন এমএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শাখা বন্ধ করে দেয়া হয়। ওই সময় আলী রেজা রাজু শহরের ছেলেমেয়েদের লেখাপড়ার স্বার্থে কলেজ প্রতিষ্ঠাকরার বিষয়টি উপলব্ধি করেন। আর শিক্ষক আফসার আলী, সুলতান আহমেদসহ কয়েকজন গুণী মানুষের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন।
অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল গনি ও আলী রেজা রাজুর বন্ধু আবুল হোসেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর, জসিম উদ্দীন, ফাতেমা খাতুনসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ।