ক্রীড়া প্রতিবেদক
যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২১তম আন্তঃহাউস ও পঞ্চম আন্তঃবিভাগ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে তৃতীয়বারের মতো সংসদ নির্বাচিত হওয়া প্রধান অতিথি কাজী নাবিল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়। ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও শিক্ষক প্রতিনিধি কায়সার পারভীন।
৩২ ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ছাত্র বিভাগে সাকিন রহমান সেরা ক্রীড়াবিদ হয়েছেন। সাকিন ৮০০ মিটার, লং জাম্প ও হাই জাম্পে প্রথমস্থান করে। উচ্চ মাধ্যমিকে ছাত্রী বিভাগে ২০০ মিটার দৌড়, লং জাম্প ও গোল নিক্ষেপে প্রথমস্থান অর্জন করে সেরা ক্রীড়াবিদ হয়েছেন রুবায়া তাসলিম রিমি। অনার্সের ছাত্র বিভাগের সেরা হয়েছেন আমিন। আমিন ২০০ ও ৪০০ মিটার দৌড় এবং লং জাম্পে অংশ গ্রহণ করেন। তিনটিতেই প্রথমস্থান অর্জন করেন আমিন। অনার্সের ছাত্রীতে সমাজবিজ্ঞান বিভাগের মোহসিনা রহমান সেরা হয়েছে। মোহসিনা গোলক ও বর্ষা নিক্ষেপে প্রথমস্থান অর্জন করেন।