নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী হিসেবে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেট হাইকোর্টে দুুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি একেএম আসাদুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। এডভোকেট মজিবুর রহমান এ রিটের পক্ষে শুনানি করেন বলে জানান ওই আইনজীবি।
এর আগে ভোটগ্রহণ ও গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে শৈলকুপা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচিনে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী হিসেবে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেট স্থগিত চেয়ে নির্বাচনী পিটিশন দায়ের করেন ঘোষিত ফলাফলে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম দুলাল। তিনি ট্রাক প্রতীক নিয়ে আব্দুল হাইয়ের প্রতিদ্ব›ন্দ্বী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং অফিসারের ঘোষণায় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আব্দুল হাইকে ৯৪,৩৭৯ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী নজরুল ইসলাম দুলাল ৮০,৫৪৭ ভোট পেয়েছেন বলে ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ১৫৩,৫৭৭ নারি ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ছিল ৩০৬,৩৩৬ জন। ১১৭টি কেন্দ্রে ভোটগ্রহন করা হয় বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। এ বিষয়ে মন্তব্যের জন্য তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ না করায় মতামত জানা যায়নি।