আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান বুধবার (১০ মে) আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে কারাগারে স্লো পয়জনিং (বিষ) প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে। কর্তৃপক্ষ এমন ইনজেকশন দিতে পারে, যার ফলে ধীরে ধীরে তার মৃত্যু হবে।
বিশেষ অ্যাকাউন্ট্যাবিলিটি আদালতের কাছে রিমান্ডের শুনানির সময় এ শঙ্কার কথা বলেন তিনি। আদালতের কাছে কারাগারে থাকার সময় তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের কাছে চিকিৎসা নেওয়ার ইচ্ছাও পোষণ করেছেন; যাতে তিনি মাকসুদ চাপরাশির পরিণতি এড়াতে পারেন।
মালিক মাকসুদ আহমাদ ওরফে মাকসুদ চাপরাশি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে ১ হাজার ৬০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলার গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের জুনে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক আখ্যা দিয়ে এর স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিল পিটিআই।
এর আগে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গেলে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ইমরান খানকে সহিংস উপায়ে আটক করে। পরে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়। তিনি বর্তমানে ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) অধীনে আটক রয়েছেন।
এরই মধ্যে পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশিকেও আটক করা হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ইমরান খানকে আটকের ঘটনায় এরই মধ্যে উত্তাল পুরো পাকিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চলমান বিক্ষোভে আটজন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার পিটিআই নেতাকর্মীকে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।
সূত্র : জিও টিভি