আবুল কাসেম জিয়া, রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মাঘের শেষে এসে প্রকৃতিতে পরিবর্তন এসেছে। গাছে গাছে ঝরতে শুরু করেছে পাতা ফুটতে শুরু করেছে ফুল। প্রকৃতি জানান দিচ্ছে আসছে বসন্ত। তাইতো গাছে গাছে ভরে গেছে ফুলে ফুলে।
এরই মধ্যে বেশ কিছু এলাকায় আসতে শুরু করেছে আমের মুকুল, মুকুলের মৌ-মৌ গন্ধ বইছে বাতাসে। ইতিমধ্যে আম চাষী বাগান মালিকেরা গাছের পরিচর্যা শুরু করে দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকার আমগাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। আমের মুকুলে মৌমাছিরা খেলাতে মেতে উঠছে, প্রতিটি শাখা প্রশাখায় চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা।
উপজেলার বিভিন্ন এলাকার আম চাষিরা বলেন, গত বছর আশ্বিনা আমের বাগান ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করতে অনেক টাকা খরচ হয়েছিল। এ বছরেও তিনি ওই জমির বাগানে ফের পরিচর্যা শুরু করেছেন বলে জানাই, আগাম মুকুল দেখার পর থেকে মনটা ভালোই লাগছে। এই মুকুল টিকে থাকলে, এবার বাম্পার ফলন পাওয়া যাবে বলে মনে করেন তিনি। তাঁর নিজ জমিতে হিমসাগর আমের বাগান রয়েছে, বাগান পরিচর্যা শুরু করেছেন তিনি। কিছু গাছে মুকুল এসেছে। ভালো পরিচর্যা হলে সব গাছেই মুকুল আসবে। মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ান কৃষি উপ-সহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, বেশ কয়েক বছর থেকেই। আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন, তবে কৃষকরা বিভিন্ন ধরনের আমগাছ রোপণের ফলে ফের স্বাবলম্বী হতে শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকলে আশা করা যাচ্ছে, এ বছর প্রায় সব গাছেই মুকুল ফুটবে এবং আমচাষীরা লাভের মুখ দেখবে।