কল্যাণ ডেস্ক
দুবাইয়ে থাকা পুলিশ হত্যা মামলার আসামি আলোচিত আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সোমবার দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
পুলিশ প্রধান বলেন, ‘আরাভ খানের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ইন্টারপোল সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার যে নামে আমরা চার্জশিট দিয়েছি, ওই নামে রেড নোটিশ জারির একটা বিষয় (আবেদন/অনুরোধ) দিয়েছি, এটা বোধহয় ইন্টারপোল গ্রহণ করেছে, এরকম একটা খবর আমি পেয়েছি।
এটা নিয়ে আমরা কাজ করছি, কীভাবে কাজ করছি সেটা সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি না তদন্তের স্বার্থে।
আরও পড়ুন: জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে ২ জনের মৃত্যু
১ Comment
Pingback: কিশোরগঞ্জে ট্রেনে হামলা, ভাঙচুরের অভিযোগ