জি এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে বীর নিবাস পেতে যাচ্ছেন ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা। যার প্রতিটি বাড়ির জন্য বরাদ্দ প্রায় ১৪ লাখ টাকা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান জানিয়েছেন ১ম ধাপে ১২ জন দুঃস্থ মুক্তিযোদ্ধা পাচ্ছেন এ বাড়ি। তাদের মধ্যে রয়েছেন শোভনালীতে ২ জন, খাজরায় ২ জন, বড়দলে ৪ জন, কুল্যায় ২ জন, বুধহাটায় ১ জন ও কাদাকাটিতে পাচ্ছেন ১ জন বীর মুক্তিযোদ্ধা। যার কাজ চলমান রয়েছে। বীর নিবাসে রয়েছে বেড রুম ২টি, ড্রয়িং রুম ১টি, কিচেন রুম ১টি ও বাথরুম ১টি। দ্বিতীয় ধাপের জন্য ৮০ জন বীর মুক্তিযোদ্ধা বীর নিবাসের জন্য আবেদন করেন। কমিটি যাচাই বাছাই করে ৩৬ জনের তালিকা চূড়ান্ত করেছে।
বীর নিবাস পেয়ে শোভনালীর বীর মুক্তিযোদ্ধা জয়নুদ্দীন গাজী বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। ইতোপূর্বে কোন সরকার মুক্তিযোদ্ধাদের জন্য এত কিছু করেনি। দেশ স্বাধীন করে কুড়ে ঘরে বৌ ছেলে-মেয়ে নিয়ে কোন রকম বেঁচে ছিলাম। জীবনের শেষ সময় এসে ১৪ লাখ টাকার বাড়িতে মৃত্যুবরণ করব জীবনে ভাবিনি।