জি.এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে মাস্ক পরায় অনিহা প্রায় সকলের ফলে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এতে করে করোনা সংক্রমনের হার বেড়ে যেতে পারে আশাশুনিতে।
সংক্রমণ ঠেকাতে সরকার ইতোমধ্যে বিধি নিষেধ আরোপ করেছেন। এর পরও আশাশুনিতে সাধারন মানুষের মধ্যে সরকারি নির্দেশনা মেনে চলার অনিহা পরিলক্ষিত হচ্ছে। শতকরা ১/২জন মানুষ মাস্ক পরছে। নিদের্শনা জারির পর আশাশুনিতে নেই কোন সচেতনার উদ্যোগ। ২০২১ সালে আশাশুনিতে ২৮০ জন করোনায় আক্রান্ত হন এবং ৯ জন মানুষ মারা যায়। অফিস পাড়ার অফিসারদের মুখে মাস্ক থাকলেও বেশীর ভাগ মানুষের মুখে মাস্ক পাওয়া যাচ্ছে না। গতবছর করোনার দিনগুলোতে মানুষ যেভাবে স্বাস্থ্য সচেতন ছিলেন এ বছর ঠিক ততটা নেই বললেই চলে। মাস্ক ব্যবহারে অনিহার প্রবনতা সবচেয়ে বেশী স্বল্প শিক্ষিত ও শ্রমিক শ্রেনীর মানুষের মধ্যে। এরা কোন নিয়ম নীতিকে তোয়াক্কা করছে না।