জি.এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব প্রতিষ্ঠানে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয় অস্থায়ী শহীদ মিনার বানিয়ে। অনেক প্রতিষ্ঠানে ব্যানারের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দায়িত্ব পালন করেন। আবার কেউ কেউ আলোচনা সভা করেই মহান ভাষা দিবস পালন করে থাকেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৭টি, প্রিক্যাডেট ৬টি, কলেজ ৭টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৭টি ও মাদ্রাসা রয়েছে ২৯টি। শিক্ষা অফিসের তথ্য মতে ১৬৭টি স্কুলের মধ্যে মাত্র ৩৭টি প্রতিষ্ঠান বাদে ১৩০টি প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নেই। হাইস্কুল পর্যায়ে ৪৭টি স্কুলের মধ্যে ৭টিতে শহীদ মিনার নেই। কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মো. ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কচুয়া বিএইচবিপি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শোভনালী ইউনিয়নের গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রতাপনগর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দীঘলারআইট ও নাকনা নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতন, সদরের আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়দল ইউনিয়নের ফকরাবাদ জেবি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার নেই। কলেজ পর্যায়ে উপজেলার ৭টি কলেজের মধ্যে ৩টিতে শহীদ মিনার নেই। এরমধ্যে বুধহাটা ইউনিয়নের বুধহাটা মহিলা কলেজ ও সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শোভনালী ইউনিয়নের হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজে শহীদ মিনার নেই। মাদ্রাসা পর্যায়ে ২৯টি মাদ্রাসার মধ্যে ২২টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এরমধ্যে বসুখালী দাখিল মাদ্রাসা, আল মাদানী দাখিল মাদ্রাসা, বিপিএনকে চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা, নৈকাটি দাখিল মাদ্রাসা, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা, জেডিকেএফ গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসা, তুয়ারডাঙ্গা দাখিল মাদ্রাসা, চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসা, মনিপুর ভিবি দাখিল মাদ্রাসা, রাজাপুর মহিলা দাখিল মাদ্রাসা, চাকলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কুড়িকাহুনিয়া এএস (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা, আনুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা, আশাশুনি দাখিল মাদ্রাসা, শ্রীউলা রহমানিয়া দাখিল মাদ্রাসা, গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা, গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা, কলিমাখালী আজিজিয়া ফাজিল মাদ্রাসা, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসা, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসা, বড়দল দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় শহীদ মিনার নেই। এর মধ্যে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরাসরি উপজেলা পরিষদের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক জানান, অর্থের অভাবে আমরা স্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করতে পারিনা। শুনেছি যেসব স্কুলে শহীদ মিনার নেই অফিস থেকে সেই স্কুলগুলোর তালিকা করে আর্থিক বরাদ্দের জন্য উপরে পাঠানো হয়েছে। স্লিপের টাকা কোথায় কিভাবে খরচ করতে হবে সেটাও নির্ধারিত থাকে। তাই ইচ্ছা থাকলেও উপায় না পেয়ে কলাগাছ বা কাঠ দিয়ে শহীদ মিনারের প্রতিকৃতি তৈরি করে মহান ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে থাকি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন মুজিব শতবর্ষে দাঁড়িয়ে এখনও স্কুলে মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার থাকবে না এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি আমলে নিয়ে প্রত্যেক স্কুলে শহীদ মিনার তৈরি করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।