নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২০ মে ডুমুরিয়ার চুকনগরে ইতিহাসের জঘন্যতম সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয়। মাত্র তিন ঘণ্টায় ১০ হাজার মানুষ প্রাণ হারান। যা পৃথিবীর সর্ববৃহৎ গণহত্যা দিবস হিসেবে বিবেচিত। সেই গণহত্যা দিবস পালনের লক্ষ্যে উদীচী যশোর জেলা সংসদে গতকাল বিকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আমরা ৭১-এর সদস্য ও ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান, আমরা ৭১-এর সদস্য ও ইউকসু’র সাবেক জি.এস হেলালউদ্দীন, আমরা ৭১-এর সদস্য ও সাবেক ছাত্রনেতা এসএএম শওকাত হোসেন, একুশে টিভির গণমাধ্যম কর্মী রকিবুল আলম রুশো।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক লিয়াকত আলী, ডা. ইয়াকুব আলী মোল্যা, নারীনেত্রী হাবিবা শেফা, গোলাম মোস্তফা মন্টু, প্রকৌশলী নাজির আহমেদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, খন্দকার আজিজুল হক মনি, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী (টুলু), অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সম্পাদক কাজী শাহেদ নওয়াজ, দপ্তর সম্পাদক সুব্রত দাস, সুকান্ত দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উদীচী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু।