নিজস্ব প্রতিবেদক
শার্শা উপজেলার খামারপাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) যশোরের উপ-পরিচালক বিল্লাল-বিন কাশেমসহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রতিষ্ঠান পরিচালনা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল-বিন কাশেমসহ অতিথিরা মাদ্রাসায় পৌছালে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, শিক্ষক সারাহ খাতুন সাথী, শিলা খাতুন, তবিবুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মঈনুদ্দিন খান ও শাহাজাহান আলীসহ মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ারটেকার।