নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের গ্রুপ পর্বের প্রথম মাচে ৪ উইকেটের জয় পেয়েছে যশোর। শনিবার মাগুরা জেলা স্টেডিয়ামে বাগেরহাটকে ১৭৪ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় যশোর।
টসে জিতে বাগেরহাটের অধিনায়ক ইয়াসিন আরাফাত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে যশোরের বাঁহাতি পেসার আসিফ জামান সেতু ও ফারহান সিদ্দিকীর বোলিং তোপে ৪৬ ওভার দুই বলে ১৭৪ রানে গুটিয়ে যায় বাগেরহাটের দলীয় ইনিংস। ব্যাট হাতে ইয়াসিন আরাফাত ২৭, আবির বিশ^াস ১৮ ও সাকিবুল ইসলাম ১১ রান করেন। বল হাতে যশোরের আসিফ জামান সেতু ১০ ওভারে ৪টি মেডেনসহ ১৯ রানে ও ফারহান সিদ্দিকী ১০ ওভারে ৫টি মেডেনসহ ১৪ রানে ৪টি করে উইকেট দখল করেন। এছাড়া রবিউল ইসলাম দুটি উইকেট দখল করেন।
১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অর্থ খাঁ সীমান্তের অপরাজিত অর্ধশতকে ৪৩ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর। সীমান্ত ৬টি চারে ৭৭ বলে ৫৬ রান করেন। এরপাশে আসাদুল্লাহ হিল গালিব ও মাশফি রহমান ১৯ রান করেন।
বাগেরহাটের আবিদ রহমান ১০ ওভারে ২০ রানে ৩টি ও ইয়াসিন আরাফাত ২টি উইকেট দখল করেন।