নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যশোর। শুক্রবার মাগুরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা। সর্বশেষ আসরে সেমিফাইনালে সাতক্ষীরার কাছে হেরে যায় যশোর। ২০২২ সালে মেহেরপুরের কাছে হেরে রানার্সআপ হয় যশোরের কিশোররা।
সাতক্ষীরাকে ১৪১ রানে গুটিয়ে দিয়ে ৫০ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শামসুউদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা। ২৪ ফেব্রুয়ারি মাগুরা জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে খেলবে যশোর। যদিও যশোরের প্রতিপক্ষ কে তা এখনো ঠিক হয়নি।
যশোরের এ জয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন রবিউল ইসলাম। প্রথমে বল হাতে ১০ ওভারে ২১ রানে নিয়েছেন তিনটি উইকেট। পরে ব্যাটিং করতে নেমে ৭৫ বলে পাঁচটি চারে করেছেন অপরাজিত ৩৪ রান।
সাতক্ষীরার ব্যাটিং ইনিংসে ফাহিম হাসান ৩৮, জুবায়ের হোসেন ১১, রোহান আহম্মেদ ১৪, আরবাজ ইসলাম ২০, তানভীর হাসান ১৮ ও তরিকুল ইসলাম করেন ১৪ রান। অতিরিক্ত হতে সংগ্রহ ১৮ রান। বল হাতে যশোরের ফারহান সিদ্দিকী ১৫ ও রবিউল ইসলাম ২১ রানে নিয়েছেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট দখল করেন আসিব জামান সেতু, সাগর রায় ও তুর্য সমার্দার।
যশোরের ব্যাটিং ইনিংসে আব্দুল্লাহ হিল গালিব ২৯, রবিউল ইসলাম অপরাজিত ৩৪ ও সাগর রায় করেন ৪৬ রান। বল হাতে সাতক্ষীরার তামিম ইকবাল ৩০ রানে তিনটি, একটি করে উইকেট নিয়েছেন আরবাজ ইসলাম ও হাসানুল বান্না।