নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘তৃণমূল দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
প্রধান অতিথি বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, যৌক্তিক ও অরাজনৈতিক আন্দোলনের ওপর চাপিয়ে দেওয়া সহিংসতায় দুই সপ্তাহ ধরে দেশে নজিরবিহীন ও নির্মম হত্যাকা-, বিচারহীন মামলা, গণগ্রেপ্তার, অবৈধ রিমান্ড, বাকস্বাধীনতা ও মানবাধিকার বিরোধী কর্মকা-ের মাধ্যমে এক নৈরাজ্যপূর্ণ ও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল তা নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথি মাওলানা শোয়াইব হোসেন বলেন, বর্ষার সময় ভারত বাঁধ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে।
সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট অধ্যক্ষ নজমুল হুদা, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু নসর, সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বাশার, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, সদর থানা সভাপতি মো. আখতারুজ্জামান, পৌর শাখার সভাপতি আব্দুর রহিম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার ইদ্রিস আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক বাবলুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।