নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই স্মরণ সভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুকুল হায়দার, বৈষম্য ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল হাসান, কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি খুবাইদ রহমান, সেক্রেটারি রাসেল ফারহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এমএম কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান।
আলোচোনা সভা শেষে নিহত ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওসার আলী, নিহত আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার ও নিহত তৌহিদুর রহমান রানার পিতা আব্দুল জব্বার মোল্লার হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।