নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি শহরের কারবালা পুকুরপাড় এলাকার তানভীর হোসেন (৩৫)। এ ঘটনায় বাইকের আরোহী শহরের গ্রুপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে মালিহা আক্তার আহত হয়েছেন। পৃথক অপর ঘটনায় সদরের রামনগর সিরাজসিংহ এলাকার জামশেদ আলী সরদার নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বেজপাড়া পূজার মাঠ এমএসটিপি স্কুলের পিছনে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল (যার নাম্বার যশোর-ল ১৬-১৩৫২) বেপরোয়া গতিতে বেজপাড়া হতে সোনালী ব্যাংক মোড়ে আসার সময় গতিরোধক (স্পিড ব্রেকার) অতিক্রম করার সময় কিছুটা নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার উপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে বাইক ড্রাইভার এবং আরোহী পাকা রাস্তার উপরে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ঘটনায় মালিহা আশংকামুক্ত রয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় জামশেদ আলী সরদার নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে। তিনি সদরের রামনগর সিরাজসিংহ গ্রামের বাসিন্দা।
আহত জামশেদ আলী জানান, তিনি বাড়ি থেকে শহরের শংকরপুরে মেয়ের বাড়ি আসছিলেন। পথিমধ্যে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এসে পৌঁছালে বেপরোয়া প্রাইভেটকারের (যার নাম্বার ঢাকা মেট্রো জিএ ১৬৬৭৫৪) ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিক্ষুব্ধরা প্রাইভেটকারটিকে আটকে দেয়। তবে চালক সটকে পড়ে। পুলিশ প্রাইভেটকারটি থানা হেফাজতে নিয়েছে।
এদিকে, গুরুতর আহত জামশেদ আলীর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে উল্লেখ করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
