নিজস্ব প্রতিবেদক
এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচ আয়োজিত আরএস মেটাল খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রধান অতিথি খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহী সদস্য এহসানুল হক সুমন, আনোয়ার হোসেন মুস্তাক, হিমাদ্রী সাহা মনি, খায়রুজ্জামান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এসআই নাজমুল আহসান, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান, যশোর লাভার্স টিমের অধিনায়ক মাসুম বিল্লাহ, টুর্নামেন্ট কমিটির সদস্য ওমর ফারুক রনি, অনিদ্য, মাসুম প্রমুখ।
আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করবে। টিম গুলো হচ্ছে যশোর লাভার্স, যশোর টাইটানস, খুলনা লায়ন্স, খুলনা টাইগার্স, সাতক্ষীরা টাইগার্স, চুয়াডাঙ্গা স্টার্স, কুষ্টিয়া রাইডার্স এবং ঝিনাইদহ ফাইটার্স।