কল্যাণ ডেস্ক
খুলনা বিভাগের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলা প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চারটি কেন্দ্র এসএসসি, দুইটি কেন্দ্রে দাখিল ও দুইটি কেন্দ্রে এ বছর কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৬৯ জন, সিঙ্গাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮৪ জন, সিদ্দিপাশা পুলিন বিহারী মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন ও আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩১৬ জন। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি’র কারিগরি শিক্ষার্থী রয়েছে ১২১ জন। এছাড়া দুইটি দাখিল কেন্দ্র রয়েছে ৫২০ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সমূহে এ বছর পরীক্ষার প্রথম দিনে ৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ঝিকরগাছা পরীক্ষা কেন্দ্র সমূহের ৩১৮২ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ১০২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮০ জন।
ঝিকরগাছা সরকারি এম এল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ জন ও ভোকেশনাল শাখায় ১ জন। ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে ২ জন, বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ে ১০ জন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৫ জন, আলিমননেসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩ জন, দারুল উলুম কামিল মাদ্রাসায় ১৬ জন, বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসায় ৩৭ জন সহ সর্বমোট ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
ঝিকরগাছা উপজেলার এ সকল পরীক্ষা কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১৮২ জন এর মধ্যে উপস্থিত ছিল ৩১০২ জন।
শার্শা : শার্শায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, উপজেলার ৭টি কেন্দ্রের মধ্যে ভোকেশনাল ২টা, মাদ্রাসা ২ মোট পরীক্ষার্থী ছিলো ৩৮৩১জন পরীক্ষা দিয়েছে ৩৭২৯ জন অনুপস্থিত ১০২ জন। ৩৭২৯ জন পরীক্ষার্থী এর মধ্যে ভোকেশনাল ১৮৭ জন, দাখিল ৮৩৫ জন ও এসএসসি ২৭০৭ জন ছিল। সরেজমিনে পরীক্ষা শুরুর পরে কেন্দ্র গুলোতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদ জানান, এ কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৩৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল জানান, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে।
মোরেলগঞ্জ : এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিন রোববার বাগেরহাটের মোরেলগঞ্জে ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। এরমধ্যে এসএসসির ২০ জন ও দাখিলের ৯১ জন অনুপস্থিত। উপজেলার ৯টি কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৪২৮ জন। দাখিলে অংশ নিয়েছে ১ হাজার ৫০৯ জন। ভোকেশনালে পরীক্ষার্থী রয়েছে ২৩৯ জন। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি এসএম তারেক সুলতান জানিয়েছেন।
মাগুরা : মাগুরা জেলার ৩১টি কেন্দ্রে সর্ব মোট ১৩৬২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক মুহাম্মদ আবু নাসের বেগ বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে সার্বিক পরিবেশ সন্তোষ জনক দাবি করেছেন।