কল্যাণ ডেস্ক
গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেঁকে বসেছিল। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল।
একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে। জনগণ আন্দোলন করে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরে আরেক স্বৈরাচার বসেছিল।
সেই স্বৈরাচারকেও বিতাড়িত করেছে জনগণ। আজ গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচারের আবারও আবির্ভাব হতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’ ঐক্য, দেশ, পুনর্গঠন—এটিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশকে পুনর্গঠন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় গত ১৬ বছর দেশে ডাকাত পড়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এখন এই দেশকে গঠন করতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। কিভাবে পুনর্গঠন করব, এ কথাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’