নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের হজরত বোরহান শাহ সড়কের ওয়াপদা মোড়ে মফিজুর রহমান নামে এক ব্যক্তি এ দোকান ঘর নির্মাণ করছেন। অন্যদিকে স্থাপনা ভেঙ্গে অপসারণ করার জন্য পৌর কর্তৃপক্ষ চূড়ান্ত নোটিশ দিলেও কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে মফিজুর রহমান।
সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত মফিজুর রহমান ওয়াপদা মোড়ে বসত বাড়ির উত্তর এবং পূর্ব পাশে রাস্তার জায়গা দখল করে শ্রমিক দিয়ে নতুন দোকান ঘর নির্মাণ করছেন। নির্মিত নতুন ঘরের পাশে জায়গা দখল করে ইতিপূর্বে আরও তিনটি দোকান ঘর করেছেন। পৌরসভা এ জায়গা ফেলে রেখেছিল মানুষের চলাচলের জন্য। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় তিনি ঘর নির্মাণ করছেন।
ওয়াপদা মোড় এলাকার স্থানীয়রা বলেন, ‘মফিজুর রহমান রাস্তার জায়গা দখল করে নতুন দোকান ঘর নির্মাণ করছেন। প্রভাবশালী লোকদের সহায়তা ঘরটি নির্মাণ করছেন তিনি। ঘরটি নির্মাণের ফলে এ পথ দিয়ে আমাদের চলাচলের জায়গা বন্ধ হয়ে যেতে বসেছে। এখন ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হবে।’
যশোর পৌরসভা সূত্রে জানা যায়, কাজ বন্ধ করার জন্য মে মাসের ৮ ও ২৯ তারিখে মফিজুর রহমানকে নোটিশ দেয়া হয়েছে। কাজ বন্ধ না করার কারণে মঙ্গলবার (২৫ জুন) চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। চূড়ান্ত নোটিশে উল্লেখ করা হয়, বসত বাড়ির উত্তর এবং পূর্ব পাশে রাস্তার জায়গা দখল করে আরসিসি কলাম নির্মাণ শুরু করলে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে পৌর দপ্তর স্মারক নং ৪ ১৬,০২.০০৮,০৪৪,২০২৪. ৩৮৮৯ তারিখ ১০৮/০৫/২০২৪ ইং মোতাবেক নোটিশ প্রদান করে। কিন্তু ওই নোটিশের সন্তোষজনক জবাব দেননি মফিজুর রহমান। জাবাব না দিয়ে কলাম নির্মাণ ও পুরাতন ভবনের সাথে সংযুক্ত করে এবং রাস্তার দিকে আরো বর্ধিত করে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বে-আইনি নির্মাণ কাজ বন্ধ রাখা ও অবৈধ স্থাপনা ভেঙ্গে অপসারণ করে পৌরকর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু পৌরসভার নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মফিজুর রহমান।
যশোর পৌরসভার মেয়ার হায়দার গনী খান পলাশ সাংবাদিকদের বলেন, তাকে বারবার নোটিশ দেয়া হচ্ছে। কিন্তু কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মফিজুর রহমান যদি দোকান ঘর ভেঙ্গে সরিয়ে না নেন; তাহলে পৌরকর্তৃপক্ষ স্থাপনা ভেঙ্গে অপসারণ করকে বাধ্য হবে। এছাড়া তাকে জরিমানা করা হবে।