সালমান হাসান: নাটক জুড়ে একাত্তরের বিভীষিকার দৃশ্য। পাকিস্তানি আর্মির হত্যা নির্যাতন। বাঙালি নারীর ওপর নির্মম অত্যাচার। আগুনে ছারখার বাংলাদেশ। মুক্তিযুদ্ধকালীন যশোরে নির্বিচার গণহত্যা। তারপর প্রতিরোধ প্রস্তুতি। পাল্টা লড়াই। দর্শকদের একাত্তরের রণাঙ্গনে নিয়ে যাবে পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি। আজ সন্ধ্যা ছয়টায় শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি’র মঞ্চায়ন। মাঠের চারপাশের পরিবেশ ও অবকাঠামো উপজীব্য করে ফুটিয়ে তোলা হবে একাত্তরের রণাঙ্গন।
মাঠের পাশের ভবনগুলো হয়ে উঠবে ক্যান্টনমেন্ট। সেখান থেকে বেরিয়ে আসবে পাকিস্তানি আর্মির সাজোয়া যান। এরপর শুরু হবে তাদের নির্মম নির্যাতন। একাত্তরের বাঙালি নারীর ওপর নির্যাতনের দৃশ্যপট চিত্রিত হবে শিল্পীদের নিপুণ অভিনয়ে। নির্বিচার নির্যাতন, গণহত্যার পর প্রতিরোধের প্রবল স্পর্ধায় গর্জে উঠবে বীর বাঙালি। কঙ্কালভূমি পরিবেশ থিয়েটারে দৃশ্যায়ন চলবে যুদ্ধের দিনের সেই অদম্য লড়াই। ৭১’র গণহত্যায় মহান স্বাধীনতার অন্যতম অগ্রনায়ক মশিয়ূর রহমান হত্যাকান্ডের দৃশচিত্রের মঞ্চায়ন হবে থিয়েটারে।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর জুলুম ও নির্যাতন মেলে ধরতে দেশব্যাপী পরিবেশ থিয়েটারের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন শিরোনামে এই কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত। যার অংশ হিসেবে যশোরে আজ মঞ্চায়িত হচ্ছে পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি।
‘কঙ্কালভূমি’ নাটকটি রচনা করেছেন দীপংকর দাস রতন। যশোর শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্য শিল্পী কামরুল হাসান রিপন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে এই পরিবেশ থিয়েটারের ভাবনা ভেবেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী জানান, পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি মেলে ধরবে সেদিনের একাত্তরের রণাঙ্গন। পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যার পর বাঙালির প্রতিরোধ প্রস্তুতি ও সশস্ত্র লড়াইয়ের দৃশ্য তুলে ধরবে কঙ্কালভূমি।
জেলা শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় আয়োজিত এই পরিবেশ থিয়েটারে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি থাকবেন যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও একাত্তরে বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি।