কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনির ভৈরবঘাটা এলাকায় প্রকাশ্য দিবালোকে চিংড়ি ঘেরে সশস্ত্র হামলা করে ঘের মালিককে পিটিয়ে পা ভেঙে ঘেরের জবর দখল নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে ঘের মালিক মুজিবর রহমান খান (৪৫) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রী ববি খাতুন পাইকগাছা থানায় এজাহার দিয়েছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার কাজীমুছা গ্রামের মুজিবর রহমান খাঁন গত প্রায় দু’যুগ ধরে পার্শ্ববর্তী ভৈরবঘাটা মৌজায় পৈত্রিক ও ইজারা সূত্রে প্রায় ৬ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছেন। ঘটনার দিন ৩ এপ্রিল সকাল আনুমানিক ১০ টার দিকে ভৈরবঘাটা আদর্শ গ্রামের বাসিন্দা জনৈক জালাল হোসেন দেশীয় অস্ত্রসহ বহিরাগত অন্তত ১০/১২ জনকে সাথে নিয়ে ঘেরে হানা দেয়। ঘের দখলের খবরে তিনি ও তার স্ত্রী ববি খাতুন ঘেরে পৌঁছালে তারা সংঘবদ্ধভাবে মুজিবরকে বেধড়ক মারপিট করে তার একটি পা ভেঙে দেয়। এসময় তার স্ত্রী ববি তাকে ঠেকাতে এগিয়ে গেলে তারা তাকেও মারপিট করে। মুজিবরের ভাই স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম খাঁন জানান, হামলাকারী জালাল দাবি করেন যে, ওই ঘেরের মধ্যে তার প্রায় ১ একর জমি রয়েছে। বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার বিভিন্ন জায়গায় বসাবসি হলেও জালাল ওই জমির কোন কাগজ-পত্র দেখাতে পারেনি। এরপর ঘেরটি জবর দখলে বিভিন্ন সময় পায়তারা চালাতে থাকে এবং সর্বশেষ ১ রমজান সুযোগ বুঝে তারা জোরপূর্বক ঘেরটির দখল ও তার ভাইকে মারপিট করেছে। এ ঘটনায় মুজিবরের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সর্বশেষ
- আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
- নাশকতার মামলায় বিএনপি নেতা অমিতসহ ৮০ জনের অব্যাহতির আবেদন
- যশোর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অভিষেক
- হিমোফিলায়া রোগের চিকিৎসায় যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু
- শার্শায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
- এমকে রোডের টেস্টি ট্রিট কনফেকশনারিকে জরিমানা
- ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
- শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা