কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭তম শুভ জন্মতিথি উপলক্ষ্যে তিথি পুজা, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় কপিলমুনি রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে সেবাশ্রমের সভাপতি চম্পক কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্রের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ২ নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির প্রধান উপদেষ্টা যুগোল কিশোর দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। ইউপি সদস্য সখিনা বেগম, ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, স্বপন সাহা, বিধান চন্দ্র ভদ্র, হিমাদ্রী শেখর দে, অসীম সাধু, দিলীপ দে, সঞ্জয় হালদার, অজয় সাধু, অনাথ সাধু, পলাশ বিশ্বাস, আনন্দ সাধু, নিমাই দাশ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ। অনুষ্ঠানে সকাল ৮.৩০ মিনিটে শ্রীশ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিথিপুজা, পুস্পাঞ্জলী, হোম ও আরতি পুজা অনুষ্ঠিত হয়েছে। এর পর ১০.৩০ মিনিটে আলোচনা সভা শেষে এলাকার ছিন্নমূল ও অসহায় ২০০ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। একই অনুষ্ঠান মালার মধ্যে সন্ধ্যা ৭ টায় বিশেষ প্রার্থনা সভা, শ্রীশ্রী রামকৃষ্ণ ঠাকুরের জীবনীগ্রন্থ থেকে পাঠ ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।