চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির কমলাপুর উত্তরপাড়ায় রাস্তার উপর বেড়া দিয়ে এক মুক্তিযোদ্ধার পরিবারসহ ২০ পরিবারের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একটি গ্রুপের বিরুদ্ধে। নিরুপায় হয়ে ওই পরিবারগুলো পারিবারিক কবরস্থানের ভিতর দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে নিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাদের সাথে এমন জঘন্য আচরণ করা হলেও তাদের পাশে গ্রামবাসী না দাঁড়ানোর কারণে তারা মনের কষ্টে মামলা বা কোনো অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে গোটা গ্রামে নিন্দার ঝড় উঠেছে।
কমলাপুর উত্তরপাড়ার বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান সড়কের পূর্ব দিকে যাওয়া রাস্তাটি দিয়ে যুগ যুগ ধরে গ্রামবাসী চলাচল করে আসছে। বর্তমানে রাস্তাটির ১০০ ফুট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হেরিং করে দেয়া হয়েছে। বাকিটা পর্যায়ক্রমে করা হবে। এই রাস্তাটি মুক্তিযোদ্ধা মতিউর রহমানের পরিবারবর্গের সদস্যসহ ২০ পরিবারের সদস্যসহ গ্রামবাসী চলাচল করেন। এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, এই রাস্তাটি বৃটিশ আমলের রাস্তা। সরকারি ম্যাপে রাস্তাটি রয়েছে। সম্প্রতি রাস্তাটির মাঝখান দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেয় কমলাপুর উত্তরপাড়ার জামাত আলী ও মোস্তফা গংয়। তাদের দাবি রাস্তার ভিতর তাদের কিছু অংশ জমি আছে। এতে রাস্তা বন্ধ হলেও তাদের কিছুই করার নেই। তারা চলাচলের জন্য রাস্তা দিতে পারবেনা। খোঁজ নিয়ে জানা গেছে রাস্তাটি বন্ধ করে দেয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়েছে এ পাড়ার কয়েকজন ধান চাষি। তাদের ধান বাড়িতে আনতে নিজেদের কবরস্থানের উপর দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে নিয়েছে। কবরস্থানের উপর দিয়ে চলাচল করতে তাদের খুব কষ্ট হলেও নিরুপায় হয়ে তারা করতে বাধ্য হচ্ছেন।
আজিজুর ও সরোয়ার নামের দুইজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের সাথে এমন জঘন্য আচরণ করা হলেও তাদের পাশে গ্রামবাসী না দাঁড়ানোর কারণে আমরা মামলা বা কোনো অভিযোগ করবোনা। কারণ জামাত ও মোস্তফা গংয়ের সদস্যরা এলাকায় প্রভাবশালী। মামলা বা অভিযোগ করলে আমাদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে তারা। বিচার আল্লাহর উপর দিয়ে রেখেছি।
বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান জানান, আমরা এলাকায় না থাকায় আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে খুবই খারাপ আচরণ করে ওই গ্যাংয়ের সদস্যরা। আমরা শান্তিতে বসবাস করতে চাই তাই ঝামেলা এড়িয়ে চলি। কিন্তু রাস্তা বন্ধ করে চরম অন্যায় করেছে জামাত আলী গং। তিনি বিষয়টি মিমাংসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বর্তমানে রাস্তায় বেড়া দেয়া নিয়ে দুটি গ্রুপের সদস্যদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।