এম. এইচ. ইসলাম (হামিদ)
হে কবিয়াল,
বৈচিত্রমন্ডিত বিচিত্র নশ্বরী তুমি,
তুমিই বিচিত্রের বৈচিত্রতা।
সৌন্দর্যের সুন্দরতম বিলাসী তুমি!
সবুজ দ্বীপের সিনায়,
জাগরূক তাজমহল তুমি।
দরিদ্র দেহে নোনা শিশিরের সমুদ্র তুমি!
লাল গোলাপের তাজমহল তুমি!
প্রেমে প্লাবন তুমি,
আবেগের সাইক্লোন!
ভালবাসায় শীতকাল যেন,
যন্ত্রনায় ফাল্গুনী পবন।
চরনে ও শান্ত তুমি,
গমনে প্রশান্ত মহাসমুদ্দুর।।