নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, বিএনপি-জামাত দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। ওরা বলে-পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কিন্তু বাংলাদেশে আর পঁচাত্তর ফিরে আসবে না। পনেরো আগস্ট ঘটতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, অনেকে বলে ভোট হয়ে গেলে আর প্রার্থীর লোকজনকে খুঁজে পাওয়া যায় না। আমরা কিন্তু হারিয়ে যায়নি। আমরা বারবার আসবো, সকল সমস্যার সমাধান দিবো। কয়েকজন জেলা আওয়ামী লীগকে ক্ষতি করার ষড়যন্ত্র করেছে। জেলা আওমীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শক্ত হাতে তা প্রতিহত করবে। আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। তার প্রমাণ মেলে ৫ জুন সদর উপজেলার নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুকে বিজয়ের মাধ্যমে। আগামী পৌরসভার নির্বাচনেও জেলা আওয়ামী লীগের সৎ যোগ্য প্রার্থী দিবে, তাকে বিজয়ী করবে বলে আশা রাখি।’
যশোর পৌরসভার বেজপাড়া তালতলা মোড়ে এবং সার গোডাউন মোড়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে দিয়ে শত শত নেতা কর্মী সভাস্থলে এসে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সাবেক এমপি সম্পাদক শাহীন চাকলাদার’র গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন।
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেন, ২০২৪ সালে জাতীয় নির্বাচনকে বিএনপি বয়কোট করে লিফলেট বিতরণ করেন। যাতে ভোটররা ভোট না দেয়। সাধারণ ভোটরা ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটের মাঠে উঠে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করেন। এর পর উপজেলা নির্বাচন এলো, তারা বিএনপি সেখানেও বললো এ সরকার ও নির্বাচন কর্মশনারে অধীনে নির্বাচন করবে না। ৫ জুন সদর উপজেলার নির্বাচনে আগে ৩০ মে ছিল জিয়াউর রহমানের ভুয়া মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যু বার্ষিকীতে এক সন্ত্রাসীর কাছ থেকে টাকা নিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন। তারা ঢাকা থেকে নেতা এনে নির্বাচন বয়কটের লিফলেট দেন, আর গোপনে ঘোড়া মার্কার ভোট করে এ বিএনপির-জামাত। এদের কাছ দেশ নিরাপদ নয়; যাদের কথার কোন দাম নেই। ওরা প্রত্যারক।
পৌরসভার ৬নং ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড়ে জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুণ-অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর কাউন্সিলার আলমগীর কবীর সুমন। পৌর আওয়ামী লীগের সদস্য রবি মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, নেতা রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এর আগে সার গোডাউন মোড়ে কর্মীসভায় ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওমী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর কাউন্সিলার আলমগীর কবীর সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নেতা নুরুল ইসলাম নুরু, নুরুল ইসলাম কাজল প্রমুখ।