সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকার মাহমুদকলি (৪০) ও সদর উপজেলার পাথরঘাটা গ্রামের তোয়াব আলী (৬০)।
বুধবার অল্প সময়ের ব্যবধানে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজিরহাট নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকাল আনুমানিক ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে কলারোয়ার উপজেলা সদরের দিকে আসছিলেন মাহমুদকলি। একপর্যায়ে কাজিরহাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাকা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি।
তিনি আরো বলেন, এর কিছুক্ষণ পর একই এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয় বৃদ্ধ তোয়াব হোসেন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান আরো বলেন, নিহতদের মধ্যে তোয়াব হোসেনের বাড়ি সদর উপজেলায় হওয়ায় এ ব্যাপারে সাতক্ষীরা কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে।