কল্যাণ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১ হাজার ইয়াবাসহ সেলিনা আক্তার (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউপির লতুয়ামুড়া পশ্চিমপাড়া (চান্দের বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আরু মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউপির লতুয়ামুড়া পশ্চিমপাড়া (চান্দের বাজার) এলাকায় সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সেলিনা আক্তার অনেক দিন ধরে এই মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পুড়ুন: ওয়াসার এমডির বিরুদ্ধে ১৩২ কোটি টাকা আত্মসাতের মামলা