কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় প্রভাবশালী দিপক মন্ডলের বিরুদ্ধে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের পিজুষ কুমার বিশ্বাসের কেনা পাখিমারা মৌজার ১৩৪৫ দাগে ৮ শতাংশ সম্পত্তি জাল দলিল দেখিয়ে জোরপূর্বক ২০ বছর ধরে দখল করে আসছে একই গ্রামের দিপক মন্ডল। পরবর্তিতে ২০১৮ সালে কোন উপায় না পেয়ে পিজুষ বিশ্বাস কোর্টে মামলা করেন এবং কোর্ট ঐ জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কোর্টের আদেশ অমান্য করে এলাকার প্রভাবশালীদের মদদে রাতের আধারে ঘর নির্মাণ শুরু করেন দিপক মন্ডল।
ভুক্তোভোগী পিজুষ কুমার বিশ্বাস বলেন, আমি নিরীহ বলে তারা জমি জোর করে দখল করে রেখেছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, আমি দুপক্ষকে ডেকে কার্জক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।