কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধে কালীগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বারোবাজারে এ ঘটনা ঘটে। উপজেলার পিরোজপুর গ্রামের নিহত ফজলু কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু চাচাত ভাই। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বড় ভাই ফজলুর রহমান পার্শ¦বর্তি বারোবাজারে তার ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যায়। এ সময় সেখানে জমি নিয়ে দু’ভায়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে আঘাত করে। এতে গুরুতর জখম ফজলুকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।