কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তামাকজাতদ্রব্য ব্যবহার প্রতিরোধে সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও এনজিও প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার কমপ্লেক্সের কনফারেন্স রুমে ওই কর্মশালায় কো-অর্ডিনেটর ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরোর ২০২২-২৩ অর্থ বছরের অপারেশন প্লান ‘লাইফ স্টাইল’ এবং হেলথ এডুকেশন ও প্রমোশন কর্মসূচির আওতায় কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আজগর আলী ও ডা. নাজমুল ইসলাম।