কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করা লক্ষ্যে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কালীগঞ্জে ১০০ অসহায় দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রদান করেছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহিউদ্দিনের ব্যাবস্থাপনায় বুধবার দুপুরে ভূষণ রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় সন্মুখে কল প্রদান অনুষ্টানের উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এমপি আনার বলেন, এ অঞ্চলের এক খ্যাতিমান পুরুষ মরহুম শেখ আকিজ উদ্দিন। তারই সুযোগ্য পূত্র ডা. মহিউদ্দিন এবং ছোট পুত্র সংসদ সদস্য আফিল উদ্দিনের সাথে আমাদের ঘনিষ্ঠতা রয়েছে। সেই সূত্রেই আমার নির্বাচনী এলাকার গ্রামীণ অসহায় মানুষের জন্য ১০০ অসহায় পরিবারকে বিনামূল্যে টিউবওয়েল প্রদান করলেন। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তাদের এ ধরনের সামাজিক কাজকে তিনি সাধুবাদ জানান।
বিশেষ অতিথি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম রবিউল ইসলাম বলেন, আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আজকের এই টিউবওয়েল বিতরণ তারই ধারাবাহিকতায় একটা অংশ।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বেলাট-দৌলতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মালিয়াট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরামুল হক সংগ্রাম, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব হোসেন মোল্লা প্রমুখ।