কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত ৮ টায় শহরের আড়পাড়া (নদীপাড়াতে) এলাকায় সংঘর্ষের পর গুরুতর জখম আক্তারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে রাত ২টায় সে মারা যায়। সংঘর্ষে পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেলসহ আহত হয়েছে ৮ জন।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার আগে নদিপাড়ার এক শিশু দেলোয়ার হোসেনের দোকানের একটি লোহার জিনিস নিয়ে খেলা করছিল। এ সময় দেলোয়ারের ছেলে সজীব ওই শিশুকে চড় মারলে শুরু হয় বিবাদ। এর জেরে মাগরিবের নামাজের পর বাড়ী ফেরার পথে কয়েকজন যুবক সজীবকে পিটিয়ে আহত করে। ঘটনা মীমাংসার জন্য পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল দেলোয়ারের দোকানে যান। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শফিকুজ্জামান, শিপন হোসেন, আক্তার হোসেন, আশরাফুল ইসলাম ও সজিব হোসেনসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে আক্তারকে ঢাকা পাঠানো হয়। পরে সেখানেই মারা যান তিনি।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, সংঘর্ষে আহত শিমুলের মা শেফালী বেগম রাতেই ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। অপর পক্ষের ইব্রাহিম হোসেন বাদী হয়ে ২১ জনের নামে মামলা দিয়েছেন।