কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ভাড়ায় যাওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে সুজন শেখ (২০) নামে এক চালককে পিটিয়ে পিকআপ ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা। এ সময় চালককে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজন কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার মা নাজমা খাতুন কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
আহত সুজনের বড় ভাই সবুজ শেখ জানান, ১৮ এপ্রিল দুপুর ২ টা ১৭ মিনিটে সাগর নামে অপরিচিত এক ব্যক্তি ০১৯২৩০৬৯৪২৫ নম্বর থেকে সুজনের ০১৮৯১৮৭৯২৪৫ নং মোবাইলে ফোন দিয়ে পিকআপটি ভাড়া নেয়ার কথা বলে। তারা বাসার মালামাল নিয়ে ঝিনাইদহ যাবে বলে সন্ধ্যার আগে বারবাজার মান্দারতলায় আসতে বলে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সুজন পিকআপ নিয়ে মান্দারতলায় পৌছালে দু’টি মোটরসাইকেলে ৪ জন লোক আসে। এরপর সুজনকে গাড়ি থেকে নামিয়ে পিকআপ ভ্যানের চাবি চায়। সুজন কৌশলে গাড়ির চাবিটি দূরে ছুড়ে ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে লোহার রড় এবং কাঠের বাটাম দিয়ে পেটাতে থাকে। এসময় পিকআপের হেলপার রাকিব ও সবুজ চিৎকার দিলে স্থানীরা এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত সুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত নজরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলটি যশোর কোতয়ালী থানার আওতায় পড়াতে তাদেরকে যশোর কোতয়ালী থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।