কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ফুল বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এই ফুল এসেম্বল সেন্টারের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল গাফফার খান, অধিদপ্তরের প্রকল্প পরিচালক দেওয়ান আশরাফুল হোসেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী, বিএডিসি যশোর সার্কলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তার ও জমিদাতা ইউনুস শেখসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ফুলচাষিরা। উল্লেখ্য, এক কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এই ফুল বিপণন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।