কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মহিলা কলেজ গেটে অবস্থিত ‘জেসমিন গ্যাস ঘর’ তাদের সকল পণ্যের উপর দাম কমানোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। জেসমিন গ্যাস ঘর রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত তাদের সকল পণ্য ক্রয় মূল্যে বিক্রি করবেন বলে জানান তারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠেছে। সীমিত আয়ের এখন সংসার চালানোর দায় হয়ে পড়েছে। তার ওপর আবার সামনে রমজান। বিশ্বের বহু দেশে রমজানের সময় সকল পণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে এমন নজির দেখা যায় না। সম্প্রতি কাতার রমজান মাস উপলক্ষে ৮শ’ পণ্যের মূল্য কমিয়েছে। এমন অনুপ্রেরণা থেকে ও মানুষের পাঁশে দাঁড়ানোর আগ্রহ নিয়েই কালীগঞ্জের জেসমিন গ্যাস ঘর ক্রয়মূল্যে তাদের পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। স্বত্বাধিকারী সাইদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, রমজান মাসে সকল মুসলিম দেশসহ বিশ্বের বহু দেশ তাদের পণ্যের দাম কমায় কিন্তু মুসলিম প্রধান দেশ হয়েও আমাদের দেশে দাম কমার বদলে বাড়তে দেখে আসছি বহু দিন ধরে। সরকারি নানা উদ্যোগে রমজানে দ্রব্যমূল্যের লাগাম নিয়ন্ত্রণে রাখা যায় না। তাই একজন মুসলিম হিসেবে ও মানবিকতার কথা চিন্তা করে আমি এ বছর রমজানে ক্রয়মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছি, সারা বছরতো আমরা লাভ করি, রমজান মাসে না হয় লাভ না করলাম। ব্যবসায়ী সাইদুজ্জামানের এমন উদ্যোগে সমাজের বিভিন্ন মহল তাকে সাধুবাদ জানিয়েছেন।