কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জের ঠিকডাঙ্গা গ্রামের সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পথচারীদের হাত পা বেঁধে টাকা ও ৬টি মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঠিকডাঙ্গা গ্রামের ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিঠাপুকুর গ্রামের ইমন ও পিরোজপুর গ্রামের জালাল শেখ জানান, রাত একটার দিকে তারা বারবাজার থেকে ভ্যানযোগে বাড়িতে ফেরার পথে ঠিকডাঙ্গা ব্রীজের কাছে পৌছে দেখেন রাস্তার উপরে কলাগাছ ফেলে রাখা হয়েছে। এ সময়ই পাশে ধান ক্ষেত থেকে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল তাদেরকে ধরে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর হাত পা মুখ বেধে পাশে ধান ক্ষেতে ফেলে রাখেন।
অনুরুপভাবে ডাকাতরা পিরোজপুর দাসপাড়ার জয়দেব, বিদ্যুৎ, সঞ্জয় ও অমিতসহ পথচারীদেরকে আটকে বেধে রেখে ৬ টি মোবাইল ফোন, ভ্যান ও নগদ টাকা নিয়ে চলে যান। পরে তাদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে তাদেরকে ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। পরে টহল পুলিশ ঘটনাস্থলে এসে পথচারীদের নিরাপত্তা দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সুবর্ণসারা ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল হক ছুটিতে থাকায় দ্বায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এএসআই সেলিম রেজা বলেন, ঘটনার পরপরই টহল পুলিশ পথচারীদের উদ্ধারে সহযোগিতা করেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্যা জানান, ওই সড়কে মোবাইল ছিনতাইয়ের ঘটনা তিনি শুনেছেন। তারা মোবাইল ট্রাকিং করে ঘটনাটির মূলহোতাদের খুজে বের করার চেষ্টা করছেন। তবে ওই বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেননি।
আরও পড়ুন: শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ