কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জান্নাত জুয়েলার্স ও নাকফুল হাউসে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে অলংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার রাত তিন টার দিকে শহরের মধুগঞ্জ বাজারের ভূষণ হাই স্কুল রোডে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি ও পিবিআই’র একটি টিম ও সিআইডির ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জান্নাত জুয়েলার্স ও নাকফুল হাউসের মালিক ফিরোজ আলী জানান, বুধবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে দোকান খুলে দেখেন উপরের ভেন্টিলেটর ভাঙ্গা। শোকেসেরে তালা ভাঙ্গা ও ডিসপ্লেতে থাকা রুপার গহনাগুলো নেই। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও জুয়েলারি সমিতির নেতৃবৃন্দকে অবহিত করলে পুলিশ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতলেবুর রহমান জানান, চুরির ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে ভাঙ্গা তালা, হ্যান্ডেল ও চুরির কাজে ব্যবহৃত মই জব্দ করেছে। এছাড়াও চুরির রহস্য উদ্ধারে সেখানকার নাইটগার্ড উজ্জল হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।