কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্তিক ও সরস্বতীর প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। টিনশেড ঘেরা অস্থায়ী মন্দিরটিতে প্রতিদিন পাহারা দেওয়া হয়। লোডশেডিং চলাকালে মন্দিরে গিয়ে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।