শ্যামনগর প্রতিনিধি
পাকা ধান কাটতে কৃষকের ফসলের ক্ষেতে হাতে কাঁচি নিয়ে হাজির হলেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার। এমনকি ধান কেটে কৃষক ছাকাত মোল্লার বাড়ির আঙিনায় পৌঁছেও দেন তিনি। বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকার ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী জমির ধান কেটে তার বাড়ির উঠানে পৌঁছে দেন এমপি।
নির্বাচনী এলাকার মানুষকে উজ্জীবিত করতে মাথায় ঝুড়ি নিয়ে উপকূল রক্ষা পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মাটি ফেলা, বর্ষা মৌসুমে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করে ধান রোপণ, এতিমখানার বাচ্চাদের সহযোগিতার পাশাপাশি তাদের সঙ্গে বসে খাবার খাওয়া, গভীর রাতে গরিব মানুষের বাড়িতে খাবার নিয়ে যাওয়ার মত কাজের নজির রয়েছে এই এমপির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহসভাপতি ফেরদৌস হায়দার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, গণমাধ্যম কর্মী মারুফ হোসেন মিলন, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, সুজন, আশিক, আসিফ, অমিত, ইমন, হেলাল, আব্দুর রহিমসহ অনেকে।
