আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়া-উগান্ডা সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪৯ জন। উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা বলেন, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে নাইরোবি যাচ্ছিল। শনিবার গভীর রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে দুর্ঘটনার মুখে পড়ে। চালক দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটি রাস্তা থেকে উল্টে যায়। বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন: বিয়ে ভাঙলেন প্রভাষক পাত্র যৌতুকের গাড়ি না পেয়ে