নিজস্ব প্রতিবেদক
তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা অনুসারে কেবল টিভি নেটওয়ার্কে সরকারি-বেসরকারি চ্যানেল সঞ্চালনের বিষয়ে যশোরে কেবল অপারেটর প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিটিভি, বিটিভি ওয়ার্ড, সংসদ টিভি ও বিটিভি পরিছন্ন ছবি ও সুস্পষ্ট শব্দসহ সম্প্রচার নিশ্চিত করণের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মো. জহিরুল ইসলাম মিয়া। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার ও লাইসেন্স ম্যানেজার মো. জুলফিকার রহমান কোরাইশী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাছির, বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স শাখার সুপারিনটেডেন্ট মুহাম্মদ আশরাফুল আলম, খুলনা কেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আসাদুল করিম বাধন ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আবু তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিটিভির যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সিটি কেবল’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য আফজালুল করিম রানু, খায়রুল বাশার শাহীন, মণিরামপুরের উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, এমদাদুল হক মুকুল, সাবেক চেয়ারম্যান কাজী বর্ণ উত্তম, টেকনিক্যাল ডাইরেক্টর রেজাউল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় শহরের বকচর এলাকায় সাফওয়ান ডিজিটাল কোম্পানির ও বাঘারপাড়ার চাড়াভিটায় ডিজিটাল আইডিয়াস’ন বিরুদ্ধে সকল কেবল/ফিড অপারেটর প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, তারা অবৈধভাবে ডিস সংযোগ প্রদান করে আসছেন। বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) জহিরুল ইসলাম মিয়া অভিযোগ আমলে নিয়ে আগমী একসপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন।
সভার সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. শাহীন সকল অপারেটরদের বিটিভি, বিটিভি ওয়ার্ড, সংসদ টিভি ও বিটিভি পরিছন্ন ছবি ও সুস্পষ্ট শব্দসহ সম্প্রচার নিশ্চিতে আহ্বান জানান।