কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের চার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটি। থানা কমিটির আহ্বায়ক মশিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হলো ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কবীর আলমগীর, আব্দুল লতিফ, জিয়াউর রহমান। বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান কেএম খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, গাজী কামরুল ইসলাম। সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন গাইন, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাবিবুর রহমান, রুহুল কুৃদ্দুস, নূর ইসলাম। হাসানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান মল্লিক, আলমগীর হোসেন, মিজানুর রহমান, তবিবুর রহমান, আসাদুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠিত হয়। প্রত্যেক ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সুমনসহ নের্তৃবৃন্দ। এর মধ্যে কেএম খলিলুর রহমান ও গোলাম মোস্তফা বাবু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। তারা উপজেলা কমিটি থেকে পদত্যাগ করে ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, কেশবপুরে ৪ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কে এম খলিলুর রহমান ও গোলাম মোস্তফা বাবু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক থেকে পদত্যাগ করে ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।