গৌরীঘোনা প্রতিনিধি
যশোরের কেশবপুরে এক কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার ভেরচী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এস আই আব্দুল কাদের ঘটনাস্থলে যান।
এলাকাবাসী জানান, উপজেলার ভেরচী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে কৃষক শেখ রুবেল হাসনাতের গোয়াল ঘরের পেছনের দেয়াল ভেঙে শুক্রবার গভীর রাতে চোরেরা ২টি গাভী, ২টি বাছুর ও ১টি রাম ছাগল চুরি করে নিয়ে যায়। ৪টি গরু ও ১টি ছাগল চুরি হওয়ায় ওই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক রুবেল শেখ বলেন, তার গাভী দুটির একটি ১২ কেজি ও আরেকটি ৮ কেজি করে দুধ দিতো। আমার বাড়ি সিসি ক্যামেরাতে দেখা যায়- রাত ৩টা থেকে ৩টা ৪০ মিনিটে চোরেরা আমার ৪টা গরু ও ১টি ছাগল চুরি করে নেযে যাচ্ছে। সিসি ক্যামেরায় ৪ জনকে দেখা গেলেও তাদেকে চেনা যাচ্ছে না। তিনি আরো বলেন যে সিসি ক্যামেরা ফুটে ৪জন দেখা গেলেও আমার ধারণ তাদের আরো লোক ছিল। এই বিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সর্বশেষ
- দিল্লিতে হিন্দুত্ববাদীরদের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা !
- ‘দাদুর পাশে থাকতে চাই’—আবেগঘন বার্তায় জাইমা রহমান
- নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
- ছয় পা নিয়ে জন্ম নিল বাছুর, লাখ টাকাতেও বিক্রি না করার ঘোষণা
- যশোরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
- অভয়নগরের আলোচিত জনিসহ ১০ জনের নামে চার্জশিট
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
