কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা খেলাঘর আসরের পক্ষ থেকে যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর ৩ নং কেশবপুর এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজন করা হয়। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা খেলাঘর আসরের সহ সভাপতি মিজানুর রহমান বাবু। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক প্রফেসর হাসানুজ্জামান। বক্তব্য রাখেন, খেলাঘর আসর জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, সহ সভাপতি প্রফেসর তাপস মজুমদার, উপদেষ্টা প্রফেসর কানাই লাল ভট্টাচার্য, মোহনা খেলাঘরের সদস্য ইয়াসিন আরাফাত, মধু খেলা ঘরের সদস্য সাজিদ হাসান সৈকত, সুস্মিতা দেবনাথ, সঙ্গীত পরিবেশন করেন সোলালি মল্লিক, জ্যোতি সরকার, অরুপ ব্রহ্ম, মোস্তফা জামান খান, কবিতা আবৃত্তি করেন রঙ্গন খেলা ঘরের নজর উদ্দিন সানা, বরুন সরকার প্রমুখ। গত ২৪ জানুয়ারি কেশবপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে আব্দুল্লাহ আল ফুয়াদ জয়লাভ করেছেন।