গৌরীঘোনা প্রতিনিধি
যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে প্রতিবন্ধীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মোবাইল ফোনসহ নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিবন্ধী সাইফুল মোড়ল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলিয়া গ্রামের প্রতিবন্ধী সাইফুল মোড়লের সাথে মটর ভ্যান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে সম্পর্কে চাচাতো ভাই হাফিজ মোড়ল (৪৫) ও সাকিব মোড়ল (২২) বুড়ুলিয়া ঈদগাহ সংলগ্ন পাপিয়া স্টোর নামক মুদি দোকানে ঢুকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে দোকানে থাকা ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, বৈদ্যুতিক মিটার বক্স, ব্যানার ভাংচুরসহ দোকানের ক্যাশ ড্রয়ারে থাকা নগর চল্লিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে।
হাফিজ মোড়ল বলেন, একটা ভ্যান গাড়ি নিয়ে বিরোধে আমিও তার বিরুদ্ধে ভেরচী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছি।