কেশবপুর (পৌর) প্রতিনিধি: কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে সম্মেলনের প্রথম পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা স¤পাদক শরিফুল ইসলাম। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান।
সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে ডাক্তার গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ স¤পাদক ও উৎপল দে কে সাংগঠনিক স¤পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সানোয়ার আলম খান দুলু।