কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে সচিব এএফএম এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সহিদুজ্জামান সেলিম। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সজীব শেখ ও নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ। সেকেন্দার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হাওলাদার, প্যানেল মেয়র-২ জাহিদ হোসেন, প্যানেল মেয়র-১ শেখ সোহেল আরমান। প্রধান অতিথির বক্তব্যে মেয়র সহিদুজ্জামান বলেন, পৌর নাগরিকরা যেন পৌরসভায় এসে তাদের কাজকর্মে কোন রকম হয়রানির শিকার না হয় সে ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন। অনুষ্ঠানে মেয়রকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দেন পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।