কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: শনিবার ভোর ৫টার দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ার কাছে ট্রেনে কাটা পড়ে আব্দুল কাদের (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় রেলস্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা-৪ আপ ট্রেনটি কোটচাঁদপুর রেল স্টেশন অতিক্রমকালে ৪৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা সকাল ১০টার দিকে রেল লাইনের উপর মৃতদেহ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে খবর দেয়। যশোর রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছে। মৃত আব্দুল কাদের উপজেলার কাগমারি গ্রামের বাসিন্দা।