নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয় ৪০ ওভারে। তবে আগামী বুধবার শুরু হতে যাওয়া চলতি মৌসুমের খেলা হবে ২৫ ওভারের। ক্লাবগুলো চাওয়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো।
এবারের প্রতিটি ম্যাচ হবে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে। ১৬টি দলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ১৩ দিনে। গ্রুপ করা হয়েছে চারটি। উদ্বোধনী দিনে হবে একটি ম্যাচ। আর অন্যান্য দিনে হবে দু’টি করে ম্যাচ। প্রতিটি ইনিংস হবে ২৫ ওভার করে। এক অর্থে কোন পার্থক্যই থাকলো না দ্বিতীয় বিভাগ টায়ার-২ ও টায়ার-১ এর মধ্যে।
‘ক’ গ্রুপে রয়েছে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার, বিপ্লব-শহীদ স্মৃতি সংসদ, আর্জেন্সী স্পোর্টিং ক্লাব ও শহীদ মুক্তা স্মৃতি সংসদ। ‘খ’ গ্রুপের দলগুলো হলো নব দিশারী ক্রীড়া চক্র, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট, বেনাপোল ক্রিকেট একাডেমি ও ইয়াং আর এন রোড। ‘গ’ গ্রুপ চৌগাছা ক্রীড়া সংস্থা, অমৃত বাজার ইয়াং স্টার ক্লাব, মুরাদ স্মৃতি সংঘ ও ছাত্র সংঘ। ‘ঘ’ গ্রুপ চৌগাছা ক্রিকেট ক্লাব, সীমান্ত ক্লাব, সূর্য্য শিখা ও যশোর বয়েজ ক্লাব। প্রতিদিন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। দ্বিতীয় ম্যাচ দুপুর একটায়। চার গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সুপার ফোর।